Post# 1457828094

13-Mar-2016 6:14 am


পথহারা:

- রাবেয়া বসরীর ঐ কথাটা শুনেছিস? যদি জান্নাতের আশায় মানুষ আল্লাহর ইবাদত করে তবে জান্নাতকে আমি জ্বালিয়ে দেবো আর যদি জাহান্নামের ভয়ে করে তবে জাহান্নামকে নিভিয়ে দেবো?

- জানি।

- উনি আল্লাহর ইবাদত করতেন শুধু উনার সন্তুস্টির জন্য এবং এভাবেই ইবাদত করা পছন্দ করতেন।

- হুম।

- তবে আমি কিন্তু সেটা করি না।

- তাহলে?

- আমি করি জান্নাতের আশায়। জাহান্নামের আগুন থেকে বাচার জন্য।

- কেন?

প্রশ্নটার জবাব দিলো না। সে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো,

- আমি কি পথহারা?

    Comments:
  • ওমর রা: কি নিয়ে খুশি হয়েছিলেন?
  • নির্ভর করে কারো লিখা দাওয়াহ মূলক না হলে আপনি রাগ করেন কিনা সেটার উপর। সালেহ ভাই।

13-Mar-2016 6:14 am

Published
13-Mar-2016