অদূর ভবিষ্যতে রাজ্য সরকারকে সরিয়ে যেহেতু কেন্দ্রিয় সরকারের ক্ষমতায় আসার একটা আশংকা আছে, তাই এই ফতোয়াগুলো সম্পর্কে এখনই ক্লিয়ার হয়ে নেয়া ভালো।
জয় বাংলা বলাতে কোনো পাপ নেই।
কিন্তু "বন্দে মা তরম" কথাটা কুফরি। কারন এর অর্থ হলো "মা আমি তোমার বন্দেগি করছি"। অথচ বন্দেগি মায়ের না, আল্লাহর করতে হয়। "লা ইলাহা ইল্লাল্লাহ।"
তাই এটা নিয়ে কোনো সারকাজম বা ডার্ক কমেডিও আমি করি না। ঈমানের প্রশ্ন।
এট লিস্ট আমি তাই বুঝি।
আমি আবার একটু বেশি বুঝি।