Post# 1457438243

8-Mar-2016 5:57 pm


সূর্যগ্রহন:

কালকে সকালে সূর্যগ্রহন। দেশে সকালে সূর্য যখন উঠতে থাকবে তখনই আংশিক গ্রহন অবস্থায় উঠবে। এবং সকাল ৬:৪০ এ peak এ পৌছবে। মানে সূর্যের সবচেয়ে বেশি অংশ চাদের দ্বারা ঢাকা থাকবে। এর পরও আংশিক গ্রহন থাকবে।

এর পর এটা কেটে যেতে থাকবে। ৭:২০ এর পর আর গ্রহন থাকবে না।

সূর্যগ্রহনের সময় খাওয়া যায় না, এমন কথা শুনি নি। সূর্যের দিকে তাকালে চোখ নস্ট হবার আশংকা আছে। তাকানো যাবে না।

মসজিদে জামাতের সাথে সূর্যগ্রহনের নামাজ হলে সেখানে জয়েন করা যায়। ঢাকার কোথাও জামাত হবে বলে শুনি নি।

8-Mar-2016 5:57 pm

Published
8-Mar-2016