নায়েল রহমানের স্টেটাসের অনুবাদ:
ডালমে কুচ কালা হে।
- বাংলাদেশ ব্যংক বলছে হ্যকাররা তাদের নিউ ইয়র্ক ব্যংক একাউন্ট থেকে টাকা চুরি করেছে।
- নিউ ইয়র্ক ফেড বলছে তাদের ব্যংকি সিসটেমে কোনো হ্যকার ঢুকে নি, বা কোথাও সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হয় নি।
- কত টাকা চুরি হয়েছে সেটা বাংলাদেশ ব্যংক বলছে না। এবং বাংলাদেশ ব্যংকের ২৮ বিলিয়ন ডলার আছে বিদেশে জমা।
- নিউ ইয়র্ক ফেড বলছে যে টাকাগুলো সরানো হয়েছে সেগুলো স্বাভাবিক নিয়মে বাংলাদেশ ব্যংকই সরিয়েছে। কোনো হ্যকার ঢুকে কিছু করে নি।
- Bloomberg পত্রিকা বলছে বাংলাদেশ ব্যংকের দাবির প্রক্ষিতে তারা চেক করে দেখেছে। কিন্তু ফেডারেল ব্যংকিক সিসটেমে চোর ঢুকেছে এমন কোনো প্রমান তারা পায় নি।
____
আমার মন্তব্য: টাকা চুরি হলো না কি হলো তাতে আমার কি?