Post# 1457190777

5-Mar-2016 9:12 pm


দারুল ইসলাম:

[আলোচ্য ভিডিওর লিংক নিচে দেয়া আছে যেটা আসিফ সিবগাত ভাই কিছুক্ষন আগে শেয়ার করেছেন]

প্রথম দুই মিনিটে শায়েখ বলছেন

- কোনো দেশের অধিকাংশ মানুষ যদি মুসলিম হয় এবং তারা ইসলামি মত চলতে পারে তবে সেটা দারুল ইসলাম। তাদের সরকার কাফের হলেও সেটা দারুল ইসলাম।

- অধিকাংশ মানুষ যদি মুসলিম হয় তবে ইসলামি শাসন ব্যবস্থা বা হুদুদ সেখানে চালু না থাকলেও সেটা দারুল ইসলাম। তারা ব্যক্তিগত ভাবে ইসলাম পালন করতে পারলেই হলো।

- প্রশ্নকর্তা বলছেন: আবু ইউসুফ বলেছেন "যে দেশে ইসলামি শাসন চালু আছে সেটা দারুল ইসলাম যদিও তার অধিকাংশ লোক কাফের হয়।"

শায়েখ জবাব দিলেন আবু ইউসুফের উদ্যেশ্য এখানে ভিন্ন। দারুল ইসলামের সংগা দেয়া না। বরং উনি হিন্দুস্তানের কথা বলছেন যদি শাসক মুসলিম হয় এবং ইসলামি শাসন চালু থাকে, তবে অধিকাংশ মানুষ অমুসলিম হলেও সেটা দারুল ইসলাম। যেটা ভারতবর্ষে ছিলো।

এর পর কংক্লুশন টানলেন ১। যদি অধিকাংশ মানুষ মুসলিম হয় কিংবা ২। শাসক মুসলিম হয় এবং দ্বিনের ব্যপারে স্বাধিনতা থাকে তবে সেটা দারুল ইসলাম।

https://www.youtube.com/watch?v=pN0ZClhfUoI

<এর পরের কথাগুলো অনুবাদ করা হলো না...>

#HabibTranslation

5-Mar-2016 9:12 pm

Published
5-Mar-2016