"আপনারা হয়তো বলতে পারেন তুমি কান্না করো না কেন। বাচ্চারা মারা যাওয়ার পর আমি অনেক কাঁদছি। এখন আমার চোখের পানি শুকাইয়া গেছে। আমার মনে হয়, বাচ্চা দুইটাকে যদি আমি কাছে পাইতাম, ওদের যদি একটু জড়াইয়া ধরতে পারতাম তাইলে মনে হয় আমার চোখের পানি আবার ফিরে আসত।"
"আমি কাউকে বলিনি। আমি বিপদ থেকে বাঁচতে চাইছিলাম। মনে করছি যা হওয়ার তা তো হইছেই। এখন যদি আমি বলি তাইলে তো আমি ধরা পরে যাব। আমার ফাঁসি হবে। এখন যদি বাঁচতে পারি তাহলে নতুন করে জীবনটা আবার শুরু করতে পারব।"
- The Others (2001)
- Comments:
- :-)