"নাদের আলী, আই আর কড্ডা অমু?
আর কল্লা এই ঘরের ছাদ হাডাই
আসমানে যাই বাড়ি খাইলে
তয় তুই আরে বিল দেইকবেল্লায় লই যাবিনে, হালারুত্থালা?"
শুনতে ভালো লাগে না। কেমন যেন ঝগড়া করছে মনে হয়।
___
তবে ভাষাটা শুদ্ধ করে দিলে এই গালাগালি হয়ে যাবে কবিতা:
"নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?" :-D