Scientifc American এর আর্টিক্যেল:
Exoplanet Census Suggests Earth Is Special after All
http://www.scientificamerican.com/article/exoplanet-census-suggests-earth-is-special-after-all/
বিজ্ঞানিদের কথা ছিলো: গ্যলাকটিক ফরমেশন, ইভোলুশন দ্বারা পৃথিবী তৈরি হয়েছে এবং এই পৃথিবীর মত আর অনেক পৃথিবী আছে মহাবিশ্বে, যেগুলোতে প্রানী আছে।
ঠিক?
না। ভুল। বিজ্ঞানিরা এখন বলছে মহাবিশ্বে কোটি কোটি গ্রহ থাকতে পারে। কিন্তু পৃথিবীর মত আরেকটা গ্রহ তৈরি হবার সম্ভাবনা প্রায় শুন্য।
এই পৃথিবীটাকে একটা স্পেশাল গ্রহ হিসাবে তৈরি করা হয়েছে। এবং বিবর্তন, ফর্মেশন দিয়ে এরকম পৃথিবী সৃস্ট হওয়া সম্ভব না।
“Whenever you find something that sticks out…” Zackrisson says, “…that means that either we are the result of a very improbable lottery draw or we don’t understand how the lottery works.”
______
যখন কোরআন শরিফে পড়ি "আল্লাহ তায়ালা পৃথিবীটাে সৃস্ট করেছেন তার পর মহাবিশ্বকে সাত আকাশে ভাগ করেছেন।" তখন আগে পৃথিবী সৃস্টি হয়েছে নাকি আগে মহাবিশ্ব সৃস্টি হয়েছে সেটা বোঝার জন্য বৈজ্ঞানিকদের কথা শুনি না।
কোরআন শরিফ পড়ে যেটা বুঝি সেটাকেই ঠিক ধরি। বৈজ্ঞানিকদের কথা অসম্পূর্ন আর অনেক সময়ই ভুল। এট লিস্ট এই সব বিষয়ে বেশি ভুল।
#কুফর_বিল_সাইন্স
- Comments:
- একবার বেউসুলি করেছিলেন এখন এটা শেষ হয়ে গিয়েছে। এই না যে এই কাজ উনি এখনো করছেন।
আমি যেটা বুঝতে পারছি: ঐ সমযে এই মাত্রায় এই বেউসুলি করাকে আপনি যত বড় একটা ইসু হিসাবে দেখছেন, অন্যরা সেটা অত বড় হিসাবে দেখছে না।
এটা দৃস্টি ভংগির পার্থক্য। তাই অন্যদেরকে বুঝিয়ে এই ব্যপারটায় তাদেরকে আরো সিরিয়াস করতে পারবেন না।
এর বাইরে অন্য কোনো ইসু থাকলে এটা ভিন্ন ব্যপার।
- "বাংগালী বনাম মুসলমানদের" ফুটবল খেলার বিবরন দিয়ে শরৎচন্দ্র উনার শ্রীকান্ত উপন্যাস আরম্ভ করেছিলেন। মুসলমান ঐ যুগেও বাংগালী ছিলো না, এই যুগেও না।
কলকাতায় এখনও "বাংগালি পাড়া" বলতে বুঝায় হিন্দুদের পাড়া। মুসলিমদের এলাকা হলো "মুসলমান পাড়া"।