Post# 1455994124

21-Feb-2016 12:48 am


কম্পিউটারে বাংলা:

৭০ র দশকে। বাংলা মানুষ লিখতো কাগজে। ছাপানোর সময় লোহার টুকরায় করে "অ" "আ" লিখা অক্ষরগুলোকে একটা বাক্য বানিয়ে, এগুলোর মাথায় কালি লাগিয়ে কাগজের উপর সিল দিতো। ছাপানো হয়ে যেতো।

এটাকে বলে টাইপ সেটিং।
________
৮০ র দশকে। দেশে কম্পিউটার আসলো। পিসিতে তখন শুধু ডস চলে। ম্যকে চলে গ্রাফিক্যল। A B C কে অনেক ধরনের ফন্টে লিখা যায়। একজন নতুন একটা ফন্ট তৈরি করলো। যেখানে A কে ডিজাইন করলো বাংলা "ক" এর মত। B কে "খ" এর মত। AB লিখে ফন্টটা বদলিয়ে দিলে বাংলায় "কখ" দেখা যায়।

এটা ট্রেসিং পেপারে প্রিন্ট করে ফটোকম্পোজ করলেই ছাপানো হয়ে যায়।

এটা হলো মোস্তফা জব্বারের "বিজয়ের" যুগ।
_________

    Comments:
  • প্রশ্ন হলো বইয়ে এখন কি আছে যেটা ইন্টারনেটে পাওয়া যায় না?

21-Feb-2016 12:48 am

Published
21-Feb-2016