Post# 1455758004

18-Feb-2016 7:13 am


খাবারের উপর বিসমিল্লাহ পড়া:

ইবন আবীদ দুনয়া তার "মাকাঈদ-আশ-শায়তান" কিতাবে উল্লেখ করেছেন যে, মুআবিয়া (রাঃ) কর্তৃক নিযুক্ত সিরিয়ার জনৈক প্রশাসক এক রাতে তার পুত্রের প্রতি রাগান্বিত হয়ে তাকে ঘর থেকে বের করে দেয়৷ ছেলেটি তখন দিশেহার৷৷ কোথায় যাবে বুঝে উঠতে পারছিব না৷ সে দরজার বইরে বসে থাকে৷

কিছুক্ষণ সে ঘুমিয়েছিলো৷ তারপর সজাগ হলে সে দেখতে পেল যে, একটি কালো জংলী বিড়াল তার বাড়ির দরজায় খামচি দিচ্ছে৷ কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির পােষা বিড়ালটি ওই বিড়ালের নিকট বেরিয়ে এল৷

বন্য বিড়াল বলল, তাড়াতাড়ি দরজা খােল৷

পােষা ৰিড়াল বলল, আমি তাে পারছি না৷

বন্য বিড়াল বলল, তাহলে কিছু খাবার নিয়ে আস যা খেয়ে আমি প্রাণ রক্ষা করব৷ আমি খুব ক্ষুধার্ত ও ক্লান্ত৷ আমি এখন কুফা থেকে এসেছি৷ এ রাতে সেখানে এক গুরুতর ঘটনা ঘটেছে৷ খলীফ আলী ইবন আবী তালিব (রা) - আজ রাতে শহীদ হয়েছেন৷

পোষা বিড়াল বলল, আমি তো কোন খাবার আনতে পারছি না৷ সব খাবারের উপর ওরা ৰিসমিল্লাহ পাঠ করে রেখেছে। তবে গোশত ভাজার একটি কাঠি আছে যার উপর গৃহবাসীগন আল্লাহর নাম পাঠ করেনি৷

বন্য বিড়াল বলল, সেটি আমার নিকট নিয়ে আস৷

সে সেটি নিয়ে এল৷ বন্য বিড়াল সেটি চোট চেটে খেয়ে চলে গেল৷

এই ঘটনা ছেলেটি স্বচক্ষে দেখেছে এবং নিজ কানে শুনেছে৷ সে দরজায় ধাক্কা দিল৷ তার পিতা বেরিয়ে এল এবং বলল, কে?

ছেলে বলল, বাবা দরজা খােল৷

বাবা বলল, কেন, কী হয়েছে?

ছেলে বলল, তুমি দরজ খোলো।

পিতা খুলতেই সে তার দেখা শোনা সবকিছু পিতাকে খুলে বলল।

পিতা বলল, এসব কি তুমি স্বপ্নে দ্যেখছ?

ছেলে বলল, না! তা নয়৷

পিতা বলল, ঘর থেকে বের করে দেয়ার পর কি তােকে জ্বিনে ধরেছে?

সে বলল, না, আল্লাহর কসম৷ তাও নয়৷ কিন্তু বাস্তবে আমি যা দেখেছি তাই ঘটেছে৷ এখনই আপনি মু‘আবিয়ার নিকট গমন করুন৷ আমি যা বলেছি তা তাকে জানান।

লোকটি মু‘আবিয়ায় নিকট গেল এবং ছেলের বর্ণনা অনুযায়ী সব কিছু তাকে জানলো। (রাজধানী থেকে) সংবাদ আগে আসার আগে এই ঘটনা ও তারিখ লিখে রাখল৷ সংবাদ আসার পর তারা তথ্যের সাথে মিলিয়ে দেখল যে, ছেলেটির বাবা যা যা বলে গিয়েছিল হুবহু তাই ঘটেছে৷

- বিদায়া ৮/৩৬

18-Feb-2016 7:13 am

Published
18-Feb-2016