হাসান রা: এর একটি স্বপ্ন:
আসমাঈ সালামা ইবন মিসকীন...ইমরান ইবন আব্দুল্লাহ থেকে বর্ননা করেছেন যে:
তিনি বলেছেন, একদিন হযরত হাসান ইবন আলী (রা) স্বপ্নে দেখলেন যে, তার কপালে লেখা রয়েছে, "কুল হুয়াল্লাহু আহাদ" এ স্বপ্ন দেখে তিনি খুব খুশি হলেন৷
এ ঘটনা জানতে পারলেন হযরত সাঈদ ইবন মুসায়য়িব (রা)৷ তিনি বললেন, যদি হযরত হাসান (রা) এমন স্বপ্ন দেখে থাকেন তবে বুঝতে হবে যে, তার আয়ু আর বেশি দিন নেই৷
বর্ণনাকারী বলেন, বস্তুত এই স্বপ্ন দেখার পর অল্প কিছুদিনের মধ্যেই উনার ওফাত হয়৷
- বিদায়া ৮/৮৯