Post# 1455691488

17-Feb-2016 12:44 pm


#KnowYourHeros

ইমাম আহমদ, উমর ইবন খাত্তাবের মুক্ত করা ক্রীতদাস আসলাম থেকে বর্ণনা করেন যে:

একবার হযরত উমর (রা) এক কুরায়শী ব্যবসায়ী কাফেলার সাথে দামেশক এসেছিলেন৷ ব্যবসায়ী কাফেলা ফিরতি যাত্রা করেছিল৷ ব্যক্তিগত কাজে হযরত উমর (রা) পেছনে পড়ে গিয়েছিলেন৷ তিনি শহরে অবস্থান করছিলেন হঠাৎ এক সৈন্য এসে তার ঘাড় চেপে ধরে৷ নিজেকে ছাড়িয়ে নেবার জন্যে তিনি যথাসাধ্য চেষ্টা করেন কিন্তু তিনি তা পারেন নি৷

সৈনিকটি তাকে একটি গৃহের মধ্যে নিয়ে যায়৷ সেখানে একটি কুঠড়ার, একটি ঝাভু, একটি ঝুড়ি এবং কতগুলো মাটি ছিল৷ সে উমর (রা) কে বলল, এগুলো এখান থেকে ওখানে নিয়ে যাও৷ সে দরজা বন্ধ করে চলে গেল৷ ফিরে এল দুপুর বেলা৷

উমর (রা) বলেন, আমি চিন্তিত মনে বসে থেকেছিলাম৷ সে আমাকে যা বলেছিল তা কিছুই আমি করিনি৷ সে এসে আমাকে বলল, তুমি কাজটা করনি কেন? সে আমার মাথায় থাপ্পড় মারল৷ আমি কুঠড়ার নিয়ে তাকে আঘাত করি৷ যে মারা যায়৷ আমি সোজা ঘর থেকে বেরিয়ে আসি৷

আমি পৌছি এক ধর্মযাজকের আস্তানায়৷ সেখানে বাইরে বসে থাকি সন্ধ্য পর্যন্ত৷ ধর্মযাজক আমাকে দেখতে পায়৷ সে নিচে নেমে আসে এবং আমাকে ভেতরে নিয়ে খাদ্য-পানীয় দেয়৷ সে আমাকে গভীরভাবে দেখতে থাকে৷ আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে৷

আমি বললাম, "আমার সাথী-সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি৷"

সে বলল, "তুমি তো ভয়ার্ত চোখে তাকাচ্ছ৷" সে সুক্ষ্ম দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করতে থাকে৷

তারপর আমাকে বলল, "খৃন্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে, আমি ওদের কিতাব সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি৷ আর আমি দেখতে পাচ্ছি যে, তুমিই সে ব্যক্তি যে আমাদেরকে এই শহর থেকে বহিষ্কার করবে৷ তুমি কি আমার জন্যে আমার এই আন্তানার জন্যে একটি নিরাপত্তা সার্টিফিকেট লিখে দিবে?"

আমি বললড়াম, "ওহে যাজক! আপনি আমাকে ভুল বুঝেছেন৷ আপনার উপলব্ধি সঠিক নয়৷"

কিন্তু সে নাছোড়বান্দা, শেষ পর্যন্ত তার ইচ্ছামত তাকে আমি আমার পক্ষ থেকে একটি নিরাপত্তা সনদ স্বাক্ষর করে দিই৷

আমার বিদায় নেবার সময় সে আমাকে বাহন হিসেবে একটি গাধী দেয় এবং বলে যে, তুমি এটিতে চড়ে তোমার সাথীদেরকে খুঁজে নাও৷ ওদের সাক্ষাত পেলে এটি একাকী ছেড়ে দিও। তাতে তার কোন ক্ষতি হবে না৷ কারণ সকল এলাকার ল্যেকই এটিকে চিনে এবং সম্মান করে৷ আমি তার কথা মত কাজ করলাম৷

বায়তুল মুকাদ্দাস বিজয়ের জন্যে যখন হযরত উমর (রা) জেরুযালেম এসে জাবিয়াতে অবস্থান করছিলেন তখন ওই নিরাপত্তা সনদ নিয়ে ওই খ্রিষ্টান যাজক তাঁর সাথে সাক্ষাত করে৷ হযরত উমর (রা) তার সনদ কার্যকর ও আইনসম্মত হবার ঘোষণা দেন৷ তবে শর্ত দেন যে, ওখানে যেসব মুসলমান যাবে তাদের যেহমানদারী করতে হবে, আপ্যায়নের ব্যবস্থা করতে হবে৷ আর তাদেরকে তাদের গম্ভব্য পথ চিনিয়ে দিতে হবে৷

ইবন আসাকির ও অন্যরা এটি বর্ণনা করেছেন৷

- বিদায়া ৭/১২৪পৃ

17-Feb-2016 12:44 pm

Published
17-Feb-2016