Post# 1455330006

13-Feb-2016 8:20 am


"ফিতনা ওয়াল মুলাহিম"

ইবনে কাসিরের "আল বিদায়া ওয়াননিহায়ার" [বাংলা অর্থ: "আরম্ভ থেকে সমাপ্তি"] শেষ খন্ডে ভবিষ্যতের ঘটানর বর্ননা দিয়ে কিয়ামত এবং মুমিনদের জান্নাতে প্রবেশের বর্ননা দিয়ে শেষ করেছেন।

আলি বিদায়া ওয়াননিহা পুরোটা আরবীতে আছে এখানে
http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=1&idto=2783&lang=&bk_no=59&ID=1

শেষ চাপ্টার যার টাইটাল: ভবিষ্যতের ফিতনা, যুদ্ধ এবং কিয়ামতের নতুন করে জীবন পাবার বর্ননার চাপ্টার এখানে:
http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=2572&idto=2783&lang=&bk_no=59&ID=3249

এর ইংরেজি কোনো পূর্ন অনুবাদ নেই। বাংলা অনুবাদ আছে প্রথম ৬০% ইসলামি ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এর পিডিএফ আছে নেটের সর্বত্র।

যারা উর্দু পড়তে পারেন তাদের জন্য উর্দু অনুবাদ আছে এখানে।
http://qurango.com/history.html

কিন্তু ইবনে কাসিরের আরেকটা বই আছে নাম "ফিতনা আর যুদ্ধ দিয়ে সমাপ্তি"। আমি ধারনা করেছিলাম এটা আল বিদায়ার শেষ খন্ড। কিন্তু পড়ে মনে হলো এটা ভিন্ন বই। ইসপেশালি শেষ যুগের ঘটনার উপর।

এর পিডিএফ আর ওয়ার্ড ডক পাবেন এখানে
http://islamhouse.com/ar/books/468542/

এইচ টি এমএলে এখানে
http://shamela.ws/browse.php/book-11818#page-1

13-Feb-2016 8:20 am

Published
13-Feb-2016