Post# 1455289832

12-Feb-2016 9:10 pm


রাতের ইবাদত প্রসংগে:

ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ওয়াহব বলেন: যে ব্যক্তি ইবাদত করে তার শক্তি বৃদ্ধি পায়৷ আর যে অলসতা করে, তার দৃর্বলত৷ বৃদ্ধি পায়৷

অন্যরা বলেন, এক শীতের রাতে এক ব্যক্তি স্বপ্নে দেখল যে, শুভ্রকায় এক ব্যক্তি তার নিকট এসে বলল "উঠে নামায পড়৷ নামায তোমার জন্য সেই নিদ্রা হতে উত্তম, যা তোমার দেহকে দুর্বল করে দেয়৷" বর্ণনাকারী বলেন, এই মর্মে আমি একটি হাদীস দেখেছিলাম, যা এ মুহুর্তে আমার স্মরণ নেই৷

এতো পরীক্ষিত বিষয় যে, ইবাদত দেহকে প্রফুল্ল ও কোমল রাখে৷ পক্ষাম্ভরে, নিদ্রা দেহকে অলস বানায়, ফলে দেহ কঠিন হয়ে যায়৷

কোন এক পুর্বসুরী আলিম বলেন যাল্লাহ্ ইবন আশীম একদিন জঙ্গলে প্রবেশ করে রাতভর নামায পড়ে৷ ভোররেলা দেখা গেল, যেন সে তােশকের উপর শুয়ে রাতযাপন করেছে, তাকে মনে হলো দুর্বল ও অলস। মহান আল্লাহ্ ব্যতীত কেউ আসল কথা জানতেন না৷

হাসানকে জিজ্ঞাসা করা হলো: যারা ইবাদত করে, তাদের চেহারা এত সুন্দর হয় কেন? জবাবে তিনি বললেন: তারা মহান প্রভুর সঙ্গে নির্জনবাস করেছে৷ ফলে তিনি তাদেরকে আপন নুরের পোশাক পরিধান করিয়েছেন৷

ইয়াহ্য়া ইবন আবু কাহীয় বলেন: আল্লাহর শপথ! বাসর রাতে নিজ স্ত্রীর সঙ্গে নির্জনাবাসের আনন্দ অপেক্ষা মহান প্রভুর সঙ্গে নির্জনে কথা বলার আনন্দ বেশী৷

আতা আল খুরাসানী বলেন: রাতের ইবাদত দেহের জন্য জীবনীশক্তি, অন্তরের নুর, চেহারার উজ্জ্বলতা এবং চোখ ও অন্যসব অঙ্গ-প্ৰত্যঙ্গের শক্তি৷

একজন মানুষ যখন রাত জেগে ইবাদত করে, সকালে সে আনন্দিত অবস্থায় আত্মপ্রকাশ করে৷ পক্ষান্তরে, যখন মানুষ সারারাত ঘুমিয়ে থাকে, সকালে যখন জাগ্রত হয়, তখন সে থাকে দুঃখিত ও মনভাঙ্গা, যে যে কিছু একটা হারিয়ে ফেলেছে৷ বাস্তবিকই যে নিজের বিরাট এক উপকারী সম্পদ হারিয়ে ফেলেছে৷

বিলাল থেকে যথাক্রমে আবু ইদরীস আল-খাওলানী, রবীআ ইবন ইয়াযীদ, মুহাম্মদ আল-কারাশী, বাকর ইবন হুবায়শ, হাশিম ইবনুল কাসিম আবুন মালয় ও আবু জাফর আহমাদ ইবন মুনী সুত্রে ইবন আবুদ দুনইয়া বর্ণনা করেন যে, বিলাল বলেন:

রাসুলুল্লাহ্ (সা) বলেছেন: তোমরা রাত জেগে ইবাদত কর৷ কেননা, তা তোমাদের পুর্বেকার নেককার লোকদের চরিত্র৷ রাতের ইবাদত হলো মহান আল্লাহর নৈকট্য, পাপের প্রতিবন্ধক, গুনাহের কাফফারা এবং দেহ থেকে শয়তানের বিতাড়ন৷

অন্যরা ভিন্ন সুত্রে এ হাদীস বর্ণনা করেন: তোমরা রাত জেগে ইবাদত কর৷ কেননা, তা তোমাদের পুর্বেকার নেককার লোকদের চরিত্র৷

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন নিদ্র৷ যায়, তখন শয়তান তার গ্রীবার নিকট তিনটি গিরা দেয়৷ প্রতিটি গিরার সময়ে বলে: তোমার জন্য দীর্ঘ রাত আছে, তুমি ঘুমিয়ে থাক৷

তারপর যখন সে জাগ্রত হয় এবং মহান আল্লাহ্কে স্মরণ করে, তখন একটি গিরা খুলে যায়৷ যখন উজু করে, একটি গিরা খুলে যায়৷ যখন নামায আদায় করে, তখন একটি গিরা খুলে যায়৷ এভাবে প্রফুল্ল অবস্থায় তার রাত পােহায়৷ অন্যথায় তার রাত পােহায় বাজে মন নিয়ে অলস অবস্থায়৷

- বিদায়া ৯/পৃ:৪৭০

    Comments:
  • আরেকবার কপি পেস্ট করেন কারন কিছু কারেকশন করেছি।
  • জাজাকাল্লাহ।

12-Feb-2016 9:10 pm

Published
12-Feb-2016