Post# 1455287606

12-Feb-2016 8:33 pm


বিনা পরিশ্রমে ডাক্তার হওয়া, আলেম হওয়া ও সবর করা:
_____________________________________

ওয়াহব ইবনে মুনাব্বিহ তার এক সহচরকে বললেন

আমি কি তোমাকে এমন এক চিকিৎসা শিখিযে দেব, যার জন্য চিকিৎসকগণ কোন পরিশ্রম করেননি?

আমি কি তোমাকে এমন এক ফিকাহ শিক্ষা দিব, যার জন্য ফকীহগণ মেহনত করেননি?

আমি কি তোমাকে এমন একটি সহনশীলত৷ শিক্ষা দিব, যার জন্য ধৈর্যশীলগণ পরিশ্রম করেননি?

লােকটি বলল, হ্যা, হে আবু আবদুল্লাহ!

ওয়াহব বললেন:

চিকিৎসা হল, শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম এবং শেষে আলহামদু লিল্লাহ্ না বলে আহার করবে না৷

ফিকাহ হল, যদি তোমাকে এমন কোন প্রশ্ন করা হয়, যার জবাব তোমার জানা আছে, তাহলে যা জান, বলে দেবে৷ অন্যথায় বলবে, আমি জানি না৷

সহনশীলতা হল, অধিক নীরব থাকা৷ তবে যদি কোন বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন দেখা দেয়, তা ভিন্ন কথা৷

- বিদায়া।

12-Feb-2016 8:33 pm

Published
12-Feb-2016