Post# 1455214454

12-Feb-2016 12:14 am


ওজুর মাসলা:

[হানাফি মাজহাব অনুসারীদের জন্য। বেহেস্তি জেওর থেকে]

১৭৷ শুইয়া শুইয়া সামান্য কিছু ঘুমাইলেও ওযু টুটিয়া যইবে, আর যদি কোন বেড়া বা দেওয়ালের সঙ্গে হেলান দিয়া বসিয়া বসিয়া ঘুমাইয়া থাকে, তবে যদি নিদ্রা এত গাঢ় হইয়৷ থাকে যে, ঐ বেড়া বা দেওয়াল সেখানে না থাকিলে ঘুমের ঝোকে পড়িয়া যাইত, তবে ওযু টুটিয়া যইবে৷ নামায়ে দাড়ান অবস্থায় ঘুমাইলে ওযু যায় না, সেজ্দা অবস্থায় ঘুম আসিলে ওযু টুটিয়া যইবে৷ - রদ্দুল মােহ্তার

১৮৷ নামাজের বাহিরে কোন বেড়া বা দেওয়ালে হেলান না দিয়া চুতড় দৃঢ়ভাবে চাপিয়া বসিয়া ঘুমাইলে তাহাতে ওযু যইবে না৷ - কবীরী

১৯৷ বসিয়া বসিয়া ঘুমের এমন তন্দ্র৷ আসিয়াছে যে, পড়িয়া গিয়াছে, তবে যদি পড়িবা মাত্রই সজাগ হইয়া থাকে, তবে ওযু যইবে না৷ আর যদি কিছুমাত্রও বিলন্বে জাগিয়া থাকে, তবে ওযু যইবে৷ আর যদি শুধু বসিয়া বসিয়া ঝিমাইতে থাকে, না পড়ে তবে ওযু যাইবে না৷ - শামী

12-Feb-2016 12:14 am

Published
12-Feb-2016