১৮ হিজরী সালের যিলহজ্জ মাসে খলীফা উমর “মাকাম-ই-ইব্রাহীম” কে ন্থানন্তের করেন, এটি পূর্বে কাবা গৃহের প্রাচীরের সাথে লাগােয়া ছিল৷ তিনি সেখান থেকে সরিয়ে বর্তমানে যেখানে আছে সেখানে স্থাপন করেন৷ উদ্দেশ্য হলো, “মাকামে ইবরাহীমে"র সম্মুখে নামায পড়তে গিয়ে তাওয়াফকারীদের যেন কোন সমস্যার সৃষ্টি না হয়৷
- আল বিদায়াহ।