Post# 1455066075

10-Feb-2016 7:01 am


বাংলা OCR:

বাংলা বইয়ের PDF গুলো সাধারনতঃ স্কেন্ড কপি হয়। তাতে সাইজে ১০০ গুন বড় হয়ে যায়। এবং সেখান থেকে কপি পেস্ট করা যায় না।

সমাধান হলো এগুলোকে টেক্সট ফাইলে কনভার্ট করা। এর জন্য দরকার একটা OCR.

একটা OCR খুজছিলাম বাংলার। Tesseract হলো OpenSource গুলোর মাঝে সবচেয়ে জনপ্রীয়।

বাংলা একটা পেজের উপর ট্রাই করলাম। ৮০% একুরেসির মত পাচ্ছি। কিন্তু সমস্যা হলো প্রচুর সময় লাগে। ১ পেজের জন্য প্রায় দেড় মিনিটের মত।

কোয়ালিটি সেম্পল। এটাচড ছবিটা স্কেন করলে এটা পাই।

________
দ্বিতীয় খণ্ড ২২৭

[কোরআন শরীফ খতমকাবীণণ যদি ওজরত (মজুরী বা পারিশ্রমিক) লইয়া পড়ে, তবে
তাহাতে ছওয়াব হয় না I এইরূপ অ1খেরাতের ছওয়1বের যে কোন কাজ হঊক না কেন, তাহাতে
যদি দুনিয়ার ওজরত লওয়1 হয় ; তবে তাহাতে ছওয়াব হইবে না ৷ কিন্তু পাঠক যদি খ1ব্লুলছ
নিয্যতে আল্লাহর ওয়াস্তে পড়ে- পয়সা বা খাওয়া না পাইলে অসতষ্ট না হয় এবং দাতা খালেছ
নিয়াতে দান করে, তবে দ্বিগুণ ছওয়াব হইবে I প্রত্যেকেরই নিজ নিজ নিয়]ত দুরুস্ত করা চাই ৷
আল্লাহর কালাম যেচিয়1 খাওয়ার চেয়ে খারাব কাজ আর নাই I আত্মীয়-স্বজন মারা গোল
শরা-মােতাবেক কিছু ছওয়াব ণ্…রছানী না করা অতি অন্যায় I নামের জন্য ধুমধাম করিয়া যিয়াফত
করা আরও অন্যায়] -অনুব1দক

শহীদের আহ্বাম

বাহ্যিক দৃষ্টিতে শহীদ যদিও মৃত, কিন্তু সাধারণ মৃতদের যাবতীয় আহ্কাম তাহার মধ্যে চালু
হইতে পারে না, তাহার ফযীলতও অনেক বেশী ৷ কাজেই তাহার আহ্কামসমুহ পৃথকভাবে ব‘নাি
করাই সমীচীন মনে হইল ৷ হাদীস শরীফে শহীদের অনেক প্রকার উল্লেখ আছে 1 কোন কোন
আলেম শহীদদের যাবতীয় প্রকার উল্লেখ করিয়া পৃথক গ্রন্থও রচনা করিয়1ছেন ৷ কিন্তু এখানে
শহীদ সম্পর্কে যে সব আহ্কাম ব‘নাি করা উদ্দেশ্য তাহা শুধু ঐ সমস্ত শহীদের জন্য সীমাবদ্ধ,
যাহাদের মধ্যে নিম্নে বর্ণিত শর্তা1মূহ পাওয়া যায়৷

১ 1 মুসলমান ইেতে হইবে ৷ অতএব, অমুসলমানদের প্রতি কোন প্রকারের শাহাদত ছাবেত
ইেতে প বে না৷

২ I সজ্ঞান ও রালেগ 1হইতে হইবে I কাজেই যে পাগল মত 1ল ইত্যাদি অবস্থায় কিংবা
অপ্র1প্ত বয়সে মারা যাইবে, তাহাদের প্রতি শাহাদতের যেসব অ1হক ম লিখা হইতেছে তাহা
প্রযোজ্য নহে 1

৩1 গোসলের হাজত হইতে পাক হইতে হইবে 1 যদি কেহ জ1ন1বতের অবস্থায় কিংবা
কোন ত্রীলােক হ1য়েয-নেফাসের অবস্থায় শহীদ হইল তাহার প্রতিও শহীদের ঐ সব আহ্কাম
প্রযোজ্য নহে I

8 I বে-গোন1হ্ নিহত হওয়া 1 যদি কেহ রেষ্গোন1হ্ নিহত হয় নাই, বরং শবীঅত অনুযায়ী
অপরাধের শাস্তি স্বরূপ বধ করা হইয়াছে ৷ অথবা মারা হয় নাই স্বাভাবিক মৃত্যু ঘটিয়1ছে, তবে
তাহার প্রতি শহীদের আহ্কাম প্রযোজ্য নহে 1

৫ 1 যদি কেহ কোন মুসলমান কিংবা যিন্সীর হাতে মারা যায়, তবে কোন ধারাল অস্ত্র দ্বারা
মারা যাওয়াও একটি শর্ত I যদি কোন মুসলমান বা যিশ্মীর হাতের ধার বিহীন অস্ত্র দ্বারা মারা
যায়, যেমন কোন পাথর ইত্যাদির আঘাতে মারা যায়, তবে তাহার উপর শহীদের আহ্কাম বর্তিবে
না, কিন্তু লোহা যে ধরনেরই হঊক ধারাল অস্তের শামিল, যদিও তাহাতে ধার না থাকে 1 আর
যদি কেহ হরবী কাফের কিংবা রাষ্ট্রদ্রোহী বা তাক1তেব হাতে মারা যায়, কিংবা তাহাদের যুদ্ধ
ক্ষেত্রে নিহত অবস্থায় পাওয়া যায়, তখন ধারাল অত্রে নিহত হওয়া শর্ত নহে ৷ এমন কি, উহারা
যদি কোন পাথর ছুঁড়িয়া মারে, তাহাতে কোন মুসলমান মারা গেলেও শহীদের হুকুম বর্তিবে I
উহাদের নিজ হাতে মারাও শর্ত নহে৷ উহারা নিহতের ক1রণম্বরূপ হওয়1ই যথেষ্ট 1 অর্থাৎ
তাহাদের দ্বারা এমন সব কাজ প্রকাশ পইিয়1ছে যাহা নিহতের কারণ হইয়া দ1ড়হিয়1ছে, তবুও

    Comments:
  • না। আমার বানানো না। এটা স্টেন্ডার্ড। খারাপ মনে হচ্ছে? আরেকটু কাজ করলে এটা বেশ ভালো পার্ফমেন্স দেবে মনে হচ্ছে। শুধু টাইমটা অনেক বেশি লাগে।
  • হ্যা Open Source.
  • হ্যা। তবে সোর্স আমাকে এডিট করতে হবে। না। ট্রেইন করতে হবে সেম্পল দিয়ে। সাথে হয়তো একটা স্পেল চেকার। তাতে কাজ চলার কথা।
  • সেটার করতে হলে এই OCR এর পার্ফমেন্স আরেকটু ভালো করতে হবে।

10-Feb-2016 7:01 am

Published
10-Feb-2016