শিয়া:
শিয়াদের এখন পোয়াবারো। দুনিয়া জুড়ে। ছোট বেলায় আমার ধারনা ছিলো বাংলাদেশে শিয়া নেই। সত্যি তখন তেমন কেউ ছিলো না।
এই শিয়ারা প্রায় সবাই পরে হয়েছে। সবাই কন্ভার্টেড। ইরানী দুতাবাসের বই, টাকা, অনুদান আর প্রাচারের মাধ্যমে।
কিয়ামত আসবে না যতক্ষন পর্যন্ত না তোমাদের পরবর্তিরা পূর্ববর্তিদের লানত না করে। আমি বিশ্বাস করি এখানে শিয়াদের কথা বলা হচ্ছে যারা আবু-বকর, ওমর, আয়িশা রা: সহ অন্যান্য সাহাবাদের লানত করাকে সোয়াবের মনে করে।
কিন্তু শিয়ারাতো আগেই ছিলো?
ছিলো কিন্তু এত বেশি না। ৪০০ বছর আগেও ইরান ছিলো সুন্নিদের কেন্দ্র। প্রায় সবাই সুন্নি। এর পর শিয়ারা ক্ষমতা দখল। দলে দলে মানুষকে কনভার্ট করেছে।
১৯৮০ র আগেও ইরানের সরকার ছিলো সুন্নি। এর পর খোমেনির নেতৃত্বে ক্ষমতা দখল করে যার নাম দেয় "ইসলামি রেভুলেশন"।
৮০র পর এই দেশের ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টাকারী একটা দল তাদের প্রতি একটা সফট কর্নার দেখায় তাদের আদলে একটা "ইসলামি রেভুলেশনের" আশায়।
ঐ সময়ে একটা বিতর্কিত বই বেরোয় "শিয়া-সুন্নি ঐক্য"। তাদের এক্টিভিস্টদের জিজ্ঞাসা করলেও তারা বলতো শিয়া হলো একটা মাজহাবের মত, আমাদের যেমন চার মাজহাব।
এর পর বহু পানি গড়িয়েছে।
"রাফেজি" কথাটা ঐ সময়ে একটা গালি ছিলো। যেটা শিয়ারা অস্বিকার করতো। এখন ফেসবুকে বাংলাদেশের শিয়ারাও নিজেদের নামের আগে রাফেজি লাগায়।
- Comments:
- Depends on what you want to do with it.
By the way, which IDE would you be using to learn node.js?