Post# 1455024099

9-Feb-2016 7:21 pm


শিয়া সুন্নিদের মাঝে দৈন্দিন জীবনে কিছু পার্থক্য:

১। উল্কি আকা সুন্নিদের জন্য হারাম। শিয়াদের কাছে জায়েজ। তাই শিয়াদের মুখে, হাতে প্রচুর উল্কি দেখা যায়। বিশেষ করে মহিলাদের।

২। স্বর্ন ব্যবহার সুন্নিদের জন্য হারাম। শিয়াদের জন্য জায়েজ। তাই শিয়ারা দাত বাধানোর সময় স্বর্ন দিয়ে বাধায়। অধিকাংশ শিয়ার একাধিক দাত স্বর্ন দিয়ে বাধানো থাকে।

৩। সুন্নিরা সূর্যাস্ত হলেও ইফতারি করে। শিয়াদের জন্য ইফতারির সময় হলো অন্ধকার হবার পর। তাই তারা আমাদের ২০-২৫ মিনিট পর ইফতারি করে।

৪। সফর [ভ্রমনরত] অবস্থায় সুন্নিদের জন্য রোজা রাখা হলো ঐচ্ছিক। শীয়াদের জন্য হলো নিষিদ্ধ। রোজা রাখলেও রোজা হবে না। আবার রাখতে হবে।

৫। শিয়াদের মাঝে কোনো মাজহাব নেই। তারা জীবিত কোনো আলেমকে অনুসরন করে যাকে বলে "মারজা"। প্রতিটা ব্যপারে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়।

#HabibDiff

9-Feb-2016 7:21 pm

Published
9-Feb-2016