তাইওয়ান ভুমিকম্প:
১। তাইওয়ানে হয়েছে সকাল ৪ টায় ফজরের আগে। বাংলাদেশে যে সময়ে হয়েছে। এবং যে সময়ে লুত আ: এক কওমের উপর আযাব এসেছিলো।
২। সবচেয়ে বড় ইসু ছিলো: গ্যসের গন্ধ পুরো এলাকা ভরে গিয়েছিলো। মানুষ ভয় পাচ্ছিলো চাপা পড়ে না মরেল আগুন লেগে মারা যাবে। ঢাকা শহরের জন্য যে ভয়টা সবাই করছে। এই শহরের নিচে সব গ্যসের লাইন।
৩। একটা থিউরি আছে ভুমিকম্পে বিল্ডিং ধ্বসে পড়লে নিচের দিকে পড়ে, সাইডে পড়ে না। কারন বিল্ডিং যখন কাত হতে থাকে তখন তার একসাইডের পিলার সবগুলো ভেঙ্গে যায় এবং তাই বিল্ডিংটা বরং নিচের দিকে পড়ে যায়।
যেটা ধারনা করেছিলাম হবে না, তাইওয়ানে সেটাই হয়েছে। বিল্ডিং সাইডে ভেঙ্গে উল্টে পড়েছে।
৪। এটা গেলো হাদিসে বর্নিত "রাজফ", ভুমিকম্প। আর "কাজফ"? উল্কাপাত?
গত শনিবার সরাসরি উল্কার আঘাতে এক লোক মারা গিয়েছে ইন্ডিয়ায়। ইতিহাসে এটাই প্রথম।
http://arstechnica.com/science/2016/02/indian-man-could-be-first-recorded-human-fatality-due-to-a-meteorite/
৫। তবে এখনো এগুলোর কোনোটাই ঐ পরিমানে বিশাল করে হচ্ছে না যে পরিমানে হলে আমরা বলতে পারি এক্সেপশনাল কোনো সময়ে আমরা প্রেবশ করছি। But that's a start, nevertheless.