বৃদ্ধাশ্রম:
হটাৎ করে সবাই বৃদ্ধাশ্রমের পেছনে লাগছে কেন বুঝতে পারছি না। এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে যেন ঐ খানে যাওয়া মানে জেল খানায় যাওয়া। জীবন শেষ।
"চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবে, সংগী সাথী আছে..." এই ভালো জিনিসগুলোকে একটা এডে দেখি প্রেজেন্ট করা হচ্ছে প্রতারনা মূলক কথা হিসাবে।
যার ছেলে নেই বা ছেলেরা সব বিদেশে সেটেল্ড, এবং মেয়েদের সবার বিয়ে হয়ে গিয়েছে, সে বৃদ্ধ অবস্থায় বাসায় একা থাকলে যে তার বিপদ আর কস্ট আরো বেশি এই সহজ জিনিসটা অনেকে বুঝতে চায় না।
- Comments:
- ছেলে থাকা অবস্থায় যে হাতে গোনা কিছু লোক আশ্রমে যায় তারা নিজ ইচ্ছাতে যায়। ছেলের ইচ্ছাতে না।