সবর:
এক মহিলা কবরের পাশে বসে কাঁদছিল। রাসূলুল্লাহ সা. সে পথে যাচ্ছিলেন। তিনি মহিলাকে বললেন, আল্লাহকে ভয় কর এবং সবর কর।
মহিলা এ কথা শুনে বিরক্ত হয়ে বলল, আপনি আমাকে কিছু না বলে নিজের কাজ করুন। কারণ আপনি আমার মত মুসিবতে পড়েননি।
মহিলা যখন রাসূল সা. পরিচয় জানল, তখন রাসূল সা. এর দরজার সামনে এসে বলল, আমি আপনাকে চিনতে পারিনি।
রাসূল সা. বললেন, সবর তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে।
______
রাসূলুল্লাহ সা. তাঁর এক কন্যার ছেলের মৃত্যুর সংবাদ শুনে, বাহকের কাছে সালাম দিয়ে বললেন, " আল্লাহ যা নিয়ে গেছেন তা তাঁরই। আর যা কিছু দিয়ে গেছেন তাও তাঁরই। তাঁর কাছে প্রত্যেক বস্তুর নির্দিষ্ট সময় রয়েছে। কাজেই তোমরা ধৈর্য ধারন কর আল্লাহর কাছে পুরস্কারের আশায়।"
______
রাসূল সা. বলেছেন, "আল্লাহ বলেন, মুমিন বান্দার জন্য আমার কাছে জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নেই, যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে যাই আর সে সময় সে সবর করে।"
______
রাসূল সা. তার এক নাতির মৃত্যুর সময় তাকে কোলে নিয়ে বসলেন, আর বাচ্চাটির প্রাণ অস্থির হয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন রাসূল সা. এর দু'চোখ থেকে পানি ঝরতে লাগল।
হযরত সা'দ রা. বললেন, ইয়া রাসূলুল্লাহ এ কি?
রাসূল সা. বললেন, "এটা রহমত, যা আল্লাহ তাঁর বান্দাদের হৃদয়ে দিয়েছেন।"
(collected)