সৌদি যখন বলেছিলো তারা সিরিয়ায় ট্রুপ পাঠাতে তৈরি, তখন ধরে নিয়েছিলাম এটা ফাকা হুমকি। ট্রুপ পাঠানোর ব্যপারটা যেহেতু অনেক কমপ্লেক্স, তাই সৌদি আরব আরেকটা যুদ্ধে জড়িয়ে নিজেদের স্টেবিলিটি নস্ট করতে চাবে না।
এখন যখন শুনি আমিরাতও একই সূর তুলেছে, ধারনা করি পানি হয়তো ভেতরে ভেতরে অনেক দূর গড়িয়েছে।
সত্যি কি তারা সিরিয়ায় অভিযান চালাবে? নাকি নামে মাত্র কিছু একটা দেখাবে?