Post# 1454839251

7-Feb-2016 4:00 pm


"আকছার", "অধিকাংশ", "জামিয়াহ", "ঐক্যমত" এবং "আহলে সুন্নাহ ওয়াল জামাহ":

এই শায়েখ বলছেন অধিকাংশ যেই মতের উপর আছে সেটাই ঠিক দল। ক্ষুদ্র দলগুলো বরং ভুলের উপর আছে।

[ইংরেজিতে]
https://islamqa.info/en/90112

[আরবীতে]
https://islamqa.info/ar/90112

উনি বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে প্রমান করেছেন।
আমার মতও এটা, এবং আমি এটা অনুসরন করি।

এ কারনে, কোনো একটা ব্যখ্যা যতই শুদ্ধ হোক না কেন, এটা যদি অধিকাংশ আলেমের মতের বিপরিত যায়, তবে সেটা আমি গ্রহন করি না।

ইতিহাস ঘাটলেও দেখা যায় মুসলিমদের অধিকাংশ আলেম কখনো ভুলের উপর ছিলেন, এটা রেয়ার। একমাত্র উদাহরন যেটা আমি পেয়েছি সেটা হলো "মুতাজিলা" মতবাদ যেটা বাগদাদে একসময় অধিকাংশ আলেমের মাঝে ছড়িয়ে পড়েছিলো। এবং যার পরে আল্লাহ তায়ালা বাগাদাদকে ধ্বংশ করে দেন তাতারদের দ্বারা।

এটা ছাড়া আধিকাংশ সময়েই অধিকাংশ আলেমের মতটাই ঠিক ছিলো।

এর বিপরিতে ক্ষুদ্র দলগুলো মত খুজলে যুগ যুগ ধরে হাজার হাজার মত পাওয়া যাবে যার সবগুলোই ভুল ছিলো।

তাহলে বর্তমান যুগে ক্ষুদ্র দলগুলো তাদের ডিফেন্সে কি বলে?

দুটো জবাব পেয়েছি।

১। তাদের কারো যুক্তি হলো: কোরআন শরিফের বহু জায়গায় বলা হয়েছে, "আধিকাংশ মানুষ ভুল", "অধিকাংশ ঈমান আনবে না" এরকম। তাই অধিকাংশের অনুসরন করলে বরং আপনি জাহান্নামে যাবেন।

এবং
২। তাদের কারো যুক্তি হলো: হাদিসগুলোতে "জামিয়া" বলতে অধিকাংশ না, বরং জামিয়া বলতে সবচেয়ে শক্তিশালি মত বুঝানো হয়েছে। তাই যে মতটা সবচেয়ে সঠিক সেটাকেই উম্মাহর "জামাতের মত" বলে ধরতে হবে, ঐ মতের পক্ষের লোক অনেক কম হলেও।

7-Feb-2016 4:00 pm

Published
7-Feb-2016