Post# 1454754104

6-Feb-2016 4:21 pm


গতকাল রাতে মোটা মুটি নিশ্চিৎ ধারনা হয়েছিলো আমি জাহান্নামি। যত আমলই করি না কেন শেষ পরিনতি সম্ভবতঃ জাহান্নাম। যার তকদিরে যা লিখা আছে।

আজ রাতে স্বপ্ন দেখলাম আমি পরিক্ষা দিয়ে মার্কশিট পেয়েছি। পরিক্ষককে দেখালাম। সে বললো এত চিন্তে কর কেন? এই কাগজটা আগুনে ধরলে যদি লিখিত নম্বরগুলো বেড়ে যায় তবে সে জান্নাতি। সবার এরকম হয়।

- আমারটা কি এরকম হবে?

  • ধর।
    আশংকা করলাম আগুনে ধরলে হয়তো নম্বরগুলো কমে যাবে। আমি জাহান্নামি।

    আগুনে ধরলাম। দেখলাম সবগুলো পরিক্ষার প্রাপ্ত নম্বর দশগুনের মত বেড়ে গিয়েছে।

    নিরবে কান্না আরম্ভ করলাম। এই অবস্তায় ঘুম ভেঙ্গে গেলো। ফজর/তাহাজ্জুদের জন্য ঊঠে গেলাম।

    6-Feb-2016 4:21 pm

  • Published
    6-Feb-2016