শুক্রবার, সুরা কাহফের পড়ার দিন। একটা জিনিষ দেখলাম বর্তমানে আমাদের দেশের "সুন্নি"-দের ব্যপারে সুরা কাহফে দুটো আয়াত আছে।
১। "এই যে তোমরা বলো পীর পীর। পীর কথাটা কি কোরআন হাদিসের কোথাও আছে?" -- এই প্রশ্নের জবাব।
আছে সুরা কাহফের ১৭ নম্বর আয়াতে। "মাই ইয়াহদিয়া আল্লাহু ফাহুয়াল মুহতাদ....ওলিয়াম মুরশিদা।"
মুরশিদ শব্দটা হলো পীর এর আরবী।
২। দেশের "সুন্নি"দের সাথে অন্যদের বিরোধ হলো "বাশার" এর ব্যখ্যা নিয়ে। যেটা নিয়ে তাকফির পর্যন্ত চলে যায়। এটার বিষয়েও সুরা কাহাফের শেষ আয়াতে বলা হয়েছে কিছু কথা।
ঐ আয়াতের কথা যেহেতু তাদের ব্যখ্যার বিপরিত। তাই কাউন্টার করার জন্য তাদের কাছে দুটো ব্যখ্যা পেয়েছি।
একটা ব্যখ্যা হলো, "কুল ইন্না মা আনা বাশারুম..." এর "মা" হলো নেগেটিভ অর্থে। মানে "আমি তোমাদের মত বাশার না"।
দ্বিতীয় ব্যখ্যা তাদের কাছে পেয়েছি: "উনি বিনয়ের জন্য কাফেরদের বলেছেন আমি বাশার.. ... .." এবং এই ধারায় অনেক কথা।
এখন পাল্টা যুক্তি দিয়ে তাদের সাথে তর্ক জুড়া যায়।
অথবা,
বলা যায় "আপনার ব্যখ্যাটা প্রচলিত তফসির গ্রন্থগুলোর কোনোটাতে পাই নি। আমি প্রচলিত তফসিরের বইগুলোতে যতটুকু আছে ততটুকুর উপর বিশ্বাস রাখা নিজের জন্য যথেস্ট মনে করি।"
তাতে বিষয়টা এখানেই শেষ হয়ে যায়।