Post# 1454574270

4-Feb-2016 2:24 pm


তফসিরে কুরতুবিতে তাগুতের অর্থ:

৫০০-৬০০ হিজরির দিকে ইমাম কুরতুবীর লিখা। উনি তফসরিটা করেছিলেন কোরআন শরিফ থেকে হুকুম/আইন বের করার জন্য। এবং এটা করতে গিয়ে ব্যাকরন, শব্দের উৎস এগুলোর উপর বিস্তারিত আলোচনা করেছেন।

কালেক্ট করেছি এখান থেকে
http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=854&idto=854&bk_no=48&ID=274

এটার কোনো বাংলা অনুবাদ নেই। তাই কস্ট করে আমার "ট্রেইনিই" অনুবাদ চালাতে হলো পুরোটার উপর।

মূল অংশ হলো ইমাম জুহরীর মত। উনি ১০০ শতাব্দির দিকের তাবেয়ি। এবং প্রচুর হাদিসের বর্ননায় উনার নাম এসেছে। বিখ্যাত লোক।

অনুবাদ: "জুহরী বলেছেন, তাগুত হলো পাদ্রী আর শয়তান। এরা সবাই পথভ্রস্টতার নেতৃত্বে। এরা এক হয়ে যেতে পারে।"

হাইলাইট করা অংশের শেষ লাইন এটা। হলুদ রংয়ে।

এর বাইরে যা কিছু আছে সব শব্দটার ব্যাকরন আর উৎস নিয়ে আলোচনা। যেটা আমাদের মত আম-পাবলিকেরা বুঝবে না, বা দরকার নেই।

তার পরও অনুবাদ যেহেতু করেছি, তাই দিয়ে দিচ্ছি নিচে। আবার বলছি এটা ট্রেইনি অনুবাদ, প্রফেশনলা না।
_____

جزم بالشرط .
শরত্বের কারনে এখানে জযম হয়েছে

والطاغوت مؤنثة من طغى يطغى .

তাগুত শব্দটা হলো স্ত্রীলিংগে [মুয়ান্নাস]। এসেছে "তাগা-ইয়াতগা" থেকে

- وحكى الطبري يطغو -

তাবারির মতে ইয়াতগু থেকে এসেছে

إذا جاوز الحد بزيادة عليه

অর্থ: কেউ তার সীমা অতিক্রম করে গিয়েছে

. ووزنه فعلوت

এই শব্দের ওজন হলো "ফায়ালুত"

، ومذهب سيبويه أنه اسم مذكر مفرد كأنه اسم جنس يقع للقليل والكثير

সিবুইয়াহর মতে এটা ইসম মুজাক্কের মাফরুদ যেন এটা ইসমে জিনস, কম বা বেশি বুঝায়।

. ومذهب أبي علي أنه مصدر كرهبوت وجبروت ،

আবি আলীর মতে এটা মুসাদ্দার "রাহবুত-জাবারুত" এর মত

وهو يوصف به الواحد والجمع ،
যেটা একবচন বা বহুবচন বুঝাতে পারে

وقلبت لامه إلى موضع العين وعينه موضع اللام كجبذ وجذب ،
এর ক্বলবের লাম, আইনের জায়গায় আসতে পারে আবার আইন লামের জায়গায় আসতে পারে। "জাবাদ-জাদাব" এর মত।

فقلبت الواو ألفا لتحركها وتحرك ما قبلها فقيل طاغوت ،
এর ক্বলবের ওয়াও ধরেছে [তাহরিক করেছে] আলিফকে আর তার আগের অক্ষরকে। এভাবে হয়েছে ত্বাগুত।

واختار هذا القول النحاس . وقيل : أصل طاغوت في اللغة مأخوذة من الطغيان يؤدي معناه من غير اشتقاق ،

নিহাস এই মত সমর্থন করেছেন। বলেছেন তাগুতের মূল শব্দ [আছল] এসেছে তুগইয়ান থেকে এবং ঐ শব্দের অর্থ গ্রহন না করে নিজের অর্থ নিয়েছে।

كما قيل : لآل من اللؤلؤ .

যেরকম লেআল শব্দটা এসেছে লুয়লুয় থেকে।

وقال المبرد : هو جمع . وقال ابن عطية : وذلك مردود .

মুবরাদ বলেছেন: এটা বহুবচন।
ইবনে উত্বইয়াহ বলেছেন এটা মারদুদ

قال الجوهري : والطاغوت الكاهن والشيطان ،

জুহরী বলেছে, তাগুত হলো পাদ্রী আর শয়তান

وكله رأس في الضلال

আর এরা সবাই পথভ্রস্টতার নেতৃত্বে

، وقد يكون واحدا ،

এরা এক হয়ে যেতে পারে।

4-Feb-2016 2:24 pm

Published
4-Feb-2016