প্রসংগ ফেসবুক দাওয়াহ:
একটা গ্রুপ বা আইডোলজির সাথে থাকলে দাওয়াহ দেয়া সহজ।
আহলে হাদিস? মানুষকে তকলিদ কি সেটা বুঝান।
জিহাদিস্ট? মানুষকে তাগুত কি সেটা ব্যখ্যা করেন।
সালাফী? মানুষকে সুফিজম বুঝান।
সুন্নী? মানুষকে বাশারের ব্যখ্যা করেন।
...এরকম... আরো অনেক।
কিন্তু আমার মত নিউট্রাল পজিশন থেকে দাওয়াহ দেয়াটা টাফ।
কিসের উপর দেবো?
উপরের কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে দাওয়াহ দিলে করেসপন্ডিং গ্রুপের পক্ষের বা বিপক্ষের লোক প্রথমে আমাকে নিজের দলের মনে করবে। এর পর দ্বিমতগুলো সামনে আসতে থাকলে আমাকে প্রতারক মনে করবে।
তাই কোনো বিষয়ে কমেন্ট করার থাকলে করি। এটা কারো পক্ষে বা বিপক্ষে গেলে এর পর উল্টো কিছু বিষয়ে পোস্ট দিয়ে দেই যেন কেউ আমাকে নিজেদের দলের লোক ধারনা করে, পরে প্রতারক মনে না করে।
জিনিষটা স্টেইবেল না। কিন্তু এর কোনো স্টেইবেল সমাধানও আমার জানা নেই।
_______
তাহলে শুধূ কোরআন হাদিসের কোটেশন দিলে?
এটা কিছু দিন পর্যন্ত স্টেবেল লাগবে। এর পর এটাকে নিজের এবং অন্যেদের কাছে রিয়া/শো-অফের মত লাগবে।
এবং একবার এরকম দিতে থাকলে এর পর আপনি অন্য কোনো বিষয়ে পোস্ট দিতে পারবেন না। আসিফ সিফগাতের ক্রিকেটের পোস্টগুলোর মত অড লাগবে। এবং ফলোয়াররা আবার আমাকে প্রাতারক ভাবতে থাকবে।
তাহলে এর সমাধান কি?
জানা নেই। :-D এখনো খুজছি।