Post# 1454480739

3-Feb-2016 12:25 pm


"সর্বশেষ রোববার দুপুরে ইয়াসিনের কান্নার পরিমান আরো বেড়ে যায়। একপর্যাযে আমি ক্ষিপ্ত হয়ে বড় ছেলে ইমরানকে দিয়ে দোকান থেকে একটি ব্লেড কিনে আনাই। পরে ওই ব্লেড দিয়ে গলাকেটে ইয়াসিনকে হত্যা করি। তখন আমার মাথা ঠিক ছিলোনা। এখন আমি বুঝতে পারছি। এ কাজ করা আমার ঠিক হয়নি। আমি অনুতপ্ত। একজন মা নিজ হাতে তার সন্তানকে এ ভাবে মারতে পারেনা। কিন্ত এমন কাজ কেন আমি করলাম তা নিজেই ভাবতে পারছিনা।"
______________
তখন "হারজ" বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন যুদ্ধে তো এখন প্রচুর মারা যায়। রাসুলুল্লাহ ﷺ বললেন এটা হাজর না। হারজ হলো যখন এক ব্যক্তি তার মা-বাবা, ভাই বোন, ছেলে মেয়ে এদের হত্যা করতে থাকবে। যে মারছে সে জানে না কেন মারছে, যে মরছে সে জানবে না কেন মরছে।

3-Feb-2016 12:25 pm

Published
3-Feb-2016