Post# 1454435730

2-Feb-2016 11:55 pm


আমাদের নয়ন চ্যটার্জি ভাই বাংলা পাঠ্যপুস্তকের বর্তমান অবস্থার যে পোস্টিংগুলো দিচ্ছেন তাতে মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বরং বদদ্বীনীতে কম পড়বে।

দেশের আলিয়া মাদ্রাসাগুলোর অধিকাংশ এখন বেরলভী আইডলজিস্টদের দখলে। সাধারন মানুষ দ্বিনদ্বার হলে বাচ্চাদের পাঠায় কওমি মাদ্রাসায়। দুনিয়াদার হলে বাংলা স্কুলে।

তাহলে আলিয়া মাদ্রাসায় কারা যায়? যারা দ্বিনদ্বারী শিখতে চায় কিন্তু কওমি মাদ্রাসাকে অপছন্দ করে তারা। aka, বেরলভীরা।

তাহলে বাকি থাকে কি? হয় কওমি মাদ্রাসায়, নচেৎ ইংলিশ মিডিয়ামে।
Me thinks! You are welcome to disagree :-P

    Comments:
  • যারা ধরতে পারেন নি --- ব্রেন্ডটা হলো আমাদের পরিচিত Acer. উল্টো করে পড়লে হয় jade.

2-Feb-2016 11:55 pm

Published
2-Feb-2016