কারো মতে,
সুরা বাকারাতে আল্লাহ তায়ালা ইহুদিদের উদ্যেশ্য অনেক কথা বলেছেন।
এবং এর পরের সুরা আল-ইমরানে খৃষ্টানদের উদ্যেশে।
তাহলে নাস্তিকদের উদ্যেশ্যে কোন সুরা?
আমি বলবো সুরা আনআম।
প্রথম থেকে শেষ পর্যন্ত তৌহিদ, আল্লাহ তায়ালা কেন আরো প্রমান পাঠান না যে উনি আছেন? এবং না দেখে কেন উনাকে বিশ্বাস করবো? এ সব সম্পর্কে বলা হয়েছে।
যেমন আয়াত ৭ তে বলা হয়েছে যদি আল্লাহ তায়ালা ফিজিক্যেলি কোনো কাগজে লিখা বই আকাশ থেকে নাজিল করতেন, তবুও অবিশ্বাসিরা বইটা হাত দিয়ে ধরে বলতো, "এটা যাদু"।
এর পর, কাফিররা বলে "উনি একজন ফিরিস্তা কেন পাঠান না?"
যদি আল্লাহ তায়ালা কোনো ফিরিস্তাকে স্বরূপে পাঠাতেন তবে এই পৃথিবীর পরিক্ষা তখনই শেষ হয়ে যেতো। এর পর কাফিরদের আর ঈমান-আমলের জন্য সময় দেয়া হতো না।
তাই ফিরিস্তা পাঠালে আল্লাহ তায়ালা মানুষ রূপেই তাকে পাঠাতেন। তাহলে এর পরও কাফিররা ঐ সন্দেহেই পড়ে থাকতো।
এরকম আরো বহু আয়াত। বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের অন্তরের প্রশ্নের জবাব দিয়ে।
- Comments:
- এই সমস্যার জন্য ঐ পুরুষরা দায়ি যারা চাকুরীজিবী স্ত্রী খুজে। দুজনই চাকরি করলে ইনকাম বাড়ে। কিন্তু বাড়ে সংসারের শান্তির একটা অংশ বিক্রি করে দেবার বিনিময়ে।
- আমি বুঝেছি, ফেসবুক যারা চালায় মূলত আফগানিস্তানের লিংক আর এর খবর পড়ার জন্য। আফগান বিয়ে করলে আফগানিস্তানের লিংককে আর "ভিন দেশি" বলা যায় না।
- আমার বুঝ ঠিক নাও হতে পারে, বলে দিলাম কিন্তু :-P
- মাদ্রাসা শিক্ষিত ছেলের জন্য মাদ্রাসার মেয়ে হল পারফেক্ট।
কিন্তু জেনারেল/বাংলা লাইনে শিক্ষিত কোনো ছেলে কেউ যদি মাদ্রাসা পড়া মেয়ে বিয়ে করে তবে অনেক ক্ষেত্রে মেয়েটা তার ইলমের দোহাই দিয়ে পুরুষের উপর কর্তৃত্ব পরায়ন হয়ে বসে।