Post# 1446133545

29-Oct-2015 9:45 pm


আল্লাহ তায়ালার কাছে রাসুলুল্লাহ ﷺ দোয়া করতেন উনাকে "বার্ধক্যের শেষ প্রান্তে" না পৌছানোর জন্য।
উনি ৬০ বছর বেচে ছিলেন।
উনার পরে আবু বকর রা: ৬০ বছর হায়াত পেয়েছিলেন।
ওমর রা: ? উনিও ৬০ বছর।

আমি ৪৬ বছর পার করলাম।
আমিও আল্লাহ তায়ালার কাছে "বার্ধক্যের শেষ প্রান্ত পৌছা" থেকে আশ্রয় চাই।
মৃত্যুর সবচেয়ে উত্তম সময় হলো ৬০।
সে হিসাবে আমার হয়তো আর ১২ বছর বাকি আছে।

কিন্তু মৃত্যুর তৈরি কতটুকু?
আল্লাহ তায়ালা আমাদের ভবিষ্যৎ আগে থেকে লিখে রেখেছেন।
এবং এটা লিখে রাখার কথা আমাদের জানিয়েছেন একারনে যে আমরা যেন, যা কিছু হারিয়েছি আর যা পেয়েছি তার উপর অতিরিক্ত ইমোশোনাল না হয়ে যাই।

আমার পাপ যেন আমাকে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের ইচ্ছে থেকে বিরত না রাখে।

    Comments:
  • আরবী ক্যলেন্ডার আর ইংরেজি ক্যলেন্ডারের মাঝে ৬০ বছরে ২ বছর পার্থক্য হয়।

29-Oct-2015 9:45 pm

Published
29-Oct-2015