গুনাহ করতে থাকলে এক জনের মাঝে আল্লাহ তায়ালার ভয় কমে যায়। আর ইবাদতের মাঝে নিজেকে মশগুল করে দিলে, তার মাঝে আল্লাহ তায়ালার ভয় আল্লাহ বাড়িয়ে দেন।
এই ভয়কে বলে তাকওয়া। যার মৃল্যের কথা কোরআন শরিফে বার বার এসেছে।
আল্লাহ তায়ালার ভয় অন্তর থেকে কমে গেলে এর একটা সমাধান হলো মাথা নিচু করে আল্লাহ তায়ালার কাছে মাফ চাওয়া। গুনাহ মাফ হলে আল্লাহ তায়ালা উনার ভয় অন্তরে বাড়িয়ে দেবেন।
আল্লাহ তায়ালা যার আমলকে পছন্দ করেন। উনার ইচ্ছে।
দিনের শেষে, সবাই জান্নাতে যাবে না।
- Comments:
- খেলার জন্য :-P
- গভীর জ্ঞানের কথা।