Post# 1445156002

18-Oct-2015 2:13 pm


ইরাকে আমাদের বাসাটা খুজে বের করেছি গুগুল ম্যপে। ৪০ বছর পরও রাস্তাঘাট একই। কিন্তু বুড়ির বাসাটা মনে হয় ভেঙ্গে ফেলেছে।
____

কিভাবে পেলাম:
আম্মার সাথে গল্প করতে বসলাম। আম্মা হটাৎ করে বললো আমাদের স্কুলটা 14 July Street এ ছিলো।! আমি জীবনেও এই নামটা শুনি নি।

জিজ্ঞাসা করলাম

- বাসা কোথায় ছিলো মনে আছে?

  • হ্যা। তাহসানিয়া।

    আমি তো খুশিতে অটখানা। তাড়াতাড়ি গুগুল নিয়ে বসলাম। তাহসানিয়া দিয়ে সার্চ দিলাম। কিছু নেই। 14 July Street সার্চ দিলাম, আছে!!

    এর পর আরবীতে তাহসানীয়া লিখে সার্চ দিলাম। দুটো হিট আসলো আরবি থেকে বাংলা করলে যা দাড়ায়।

    ১। নতুন তাহসানিয়া, পুরান বসরাহ, ইরাক।
    ২। পুরান তাহসানিয়া, পুরান বসরাহ, ইরাক।

    পুরান টায় গেলাম, যে খালটা দুই পাশ দিয়ে দুটো রাস্তা চলে গিয়েছে সেটা পেলাম। আমাদের বাসার কাছে দুটো রাস্তা মিলে একটা বাস স্টেন্ড হয়েছিলো, সেটাও পেলাম। হাসপাতালটা খূজলাম পেলাম না। শুধু দেখি একটা "পুরান আদালত" বিল্ডিং মার্ক করা আছে।

    আম্মাকে জিজ্ঞাসা করলাম

    - আমাদের বাসায় যাবার রাস্তাটা কি ছিল?

  • ঐ যে কোর্টের পাশ দিয়ে...
  • কোর্ট? মানে আদালত?????
  • হ্যা

    এর পর সবকিছু সহজ হয়ে গিয়েছে :-D

    এখন স্কুলটা বের করতে হবে। আম্মার স্কুলের নামটাও মনে আছে।

    এর পর যে পার্কে গিয়ে আমরা পিকনিক করতাম আর খেলতাম সেটা খুজে দেখবো পাই কিনা :-P ইনশাল্লাহ।

      Comments:
    • খেজুর গাছের বাগানগুলো এখন বিল্ডিং হয়ে গিয়েছে। কিভাবে পেলাম সেটা স্টেটাসে লিখে দিচ্ছি।
    • কাহিনীটা দিয়ে দিয়েছি।
    • ঐটা ছিলো আমাদের সেকশন। কিন্তু অরিজিনাল আরবী নামটা ছিলো "মাদ্রাসা কিফাহ", যেখানে ইরাকীরা পড়তো। এটা দিয়ে সার্চ করতে হবে।
    • আগের পোষ্টে কিন্তু কইছিলেন জয় "মামা"
    • ডিলিট কইরা দিলে, লাইক দিয়া আর লাভ নাই।
    • লাইক দিলাম। পরে আমাকে একটা লাইক দিয়া দিয়েন।
    • এটাকে কুংফু শিখানোর কত দূর হলো?

    18-Oct-2015 2:13 pm

  • Published
    18-Oct-2015