যে ভাষাগুলো শুনলে কিছু বুঝতে পারবো সেগুলো লাল দাগ দেয়া।
- Comments:
- অজ্ঞতা। কোনো আলেমও যদি বলে, তালাক কার্যকর করার জন্য তিন তালাক দিতে হবে তাহলে সেই আলেমের বিদ্যার দৌড় কম এবং লোকের কাছ থেকে শুনে শুনে বাকিটা শিখেছে।
এতটুকুতে হানাফি সালাফি আহলে হাদিসে কোনো পার্থক্য নেই। একই।
- এটা নিয়ম না "ব্যতিক্রম"। এবং ব্যতিক্রমের সময় কি হবে সেটার মাঝে মতভেদ থাকতে পারে।
নিয়মে কোনো মতভেদ নেই।
- রাগের মাথায়, দুস্টামি করে, অভিনয় করে, খেলার ছলে, মিথ্যা মিথ্যি যে কোনো ভাবে বিয়ে বসলে বা তালক দিলে এটা কার্যকর হয়।