Post# 1444891242

15-Oct-2015 12:40 pm


তালাকের কিছু রুলস যেগুলো "তুমি কবে থেকে মুফতি হলে?" এই ধরনের উক্তি দিয়ে চুপ করিয়ে রাখার কারনে অধিকাংশ মুসলিমই জানে না। এবং সে জন্য ক্ষতিতে পড়ে যায়।

- বংলা ফিলিম আর নাটকে মানুষ দেখে তালাক দিতে হলে "এক তালাক, দুই তালাক, তিন...." এই সব বলতে হয়। এটা ভুল!!! এবং দেশের অধিকাংশ মুসলিম এই ভুলটা করে বিপদে পড়ে যায়।

- তালাক দিতে চাইলে স্ত্রীকে শুধু এক তালাক দিতে হবে। তালাক হয়ে যাবে। এর পর স্বামির বাড়িতে স্ত্রী তিন মাস থাকবে। এবং এর পর অন্য কোথাও বিয়ে করে চলে যাবে, বা বাপের বাড়ি চলে যাবে। শেষ। এটাই নিয়ম।

- তিন মাস পরে মেয়ে চাইলে আগের স্বামিকেও দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। বা অন্য কাউকে বিয়ে করতে পারবে।

- যদি আগের স্বামিকেই বিয়ে করে তবে -- "স্ত্রীকে তালাক দিলাম, আবার তাকে আরেকবার বিয়ে করলাম" -- এই নাটক দুই বারের বেশি খেলা যাবে না। তৃতীয়বার একই কায়দায় তালাক দিয়ে বসলে মেয়েকে অন্য জায়গায় পাত্র খুজতে হবে। আগের স্বামির সাথে আর তৃতীয় বার বিয়ে বসার উপায় নেই।

_______
সব নিয়ম জানানো এই স্টেটাসের উদ্যেশ্য ছিলো না। সবকিছু জানতে হলে বই পড়তে হবে।

আল্লাহ তায়ালা আমাদের পথ দেখাক।

15-Oct-2015 12:40 pm

Published
15-Oct-2015