Post# 1444558795

11-Oct-2015 4:19 pm


আল্লাহ যখন ছিলেন একা
নাহি ছিলো কোনো সখা,
তখন আল্লাহ প্রকাশিতে চায়।

আল্লাহ হাকিকতের নূর দিয়া
হাবীবের নূর করলেন পয়দা
ডুব মারিলেন, জোশ মারিলেন
এশকের দরিয়ায়
গো সময় যায়, পড় দুরূদ নবী মোস্তফায়।।

আল্লাহ মোহাম্মদী নূর হইতে
একই আল্লাহ পাক জাতে
সৃষ্টি করলেন তামামও দুনিয়া।

নবী যদি না হইতো
কিছুই পয়দা না হইতো
অন্ধকারে থাকিতো দাড়ায়
গো সময় যায়, পড় দুরুদ নবী মোস্তফায়।।

video:/img/photos_and_videos/videos/116405080_627188281301647_6206013219752321264_n_10157624180958176.mp4

    Comments:
  • নিজে কেনা বিক্রি না করে ক্রেতা আর বিক্রেতার মাঝে সংযোগকারী কিছু করতে পারলে প্রফিট বেশি করতে পারবেন। যেমন Uber, AirBnb. ভারতে সস্তা হোটেল রুমগুলোর সাথে বিদেশিদের অনলাইনে সংযোগ করে দিয়ে এক ছেলে অনেক টাকা বানাচ্ছে।

    এদের কারো কিন্তু নিজেদের প্রডাক্ট নেই। ট্রাস্টেড ব্রেন্ড করে একটা আমব্রেলা তৈরি করা তাদের কাজ।

  • টিপু সুলতান খুবই বুজুর্গ লোক ছিলেন জানি। উনার নিজের লিখা ডাইরিটা এখনো বৃটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। হাই লেভেলের জীবনী।

    কিন্তু সিরাজুদ্দৌলা ব্যপারে কিছু বুঝতে পারছি না। উনার নামে ভালো মন্দ, দুই রকমের কাহিনীই প্রচলিত আছে।

  • দু একটা উদাহরন দেন। যেমন: কোনো জিনিষ যখন আপনি বাংলা-ইংলিশ পড়তেন তখন এরকম বুঝতেন। আর এখন আরবী পড়ে এই রকম বুঝেন।

    তাহলে বাকিরা উৎসাহিত হবে।

11-Oct-2015 4:19 pm

Published
11-Oct-2015