Post# 1444294790

8-Oct-2015 2:59 pm


এই বেচারা হয়তো আর বেশিদিন নেই। এখন উনি কোনো কথা বুঝতে পারেন না, বা বলতে পারেন না। দেশ চালাচ্ছে উনার ছেলে।

তবে উনি মারা গেলেও সংগে সংগে সবাই জানতে পারবে না। নতুন বাদশাহ ক্ষমতায় উঠে তারপর সাধারনতঃ জানান আগের বাদশাহ মারা গিয়েছেন। আগের দুই বাদশাহর ক্ষেত্রে মৃত্যুর এক মাস পর খবরটা প্রচার করা হয়েছিলো।

যদি খবরে আসে "উনি মারা গিয়েছেন, নতুন বাদশাহ কে হবে এখনো জানা যায় নি" তবে এটা একটা ক্রাইসিসের লক্ষন।

http://en.abna24.com/service/middle-east-west-asia/archive/2015/10/06/713917/story.html

8-Oct-2015 2:59 pm

Published
8-Oct-2015