Post# 1443801986

2-Oct-2015 10:06 pm


আধিকাংশ ও উপদল,

ইসলামের মাঝে যত উপদল বা ছোটদল আছে তারা জানে যে তারা মেজরিটি না। তাই তাদের মাঝে "আধিকাংশ মুসলিম ভুল" এটা কথাটা প্রামান করার জন্য একটা মরিয়া চেষ্টা দেখা যায়।

এর জন্য স্পেশালি তারা আশ্রয় নেয় কোরআন শরিফের ঐ সকল আয়াতে যেখানে আধিকাংশ মানুষকে পথভ্রান্ত বলা হয়েছে। লজিকটা এরকম যে "আধিকাংশ মানুষ পথভ্রান্ত, তাই আধিকাংশ মুসলিমদের সাথে চললে আমিও পথভ্রান্ত হয়ে যাবো।"

এই ব্যাখ্যাটা যেন আমাকে পথ ভ্রষ্ট না করে। আধিকাংশ "মানুষ" আর আধিকাংশ "মুসলিম" এর মাঝে পার্থক্য আছে।

আধিকাংশ মুসলিমদের সাথে আমাকে থাকতে হবে। আধিকাংশ আলেম কোনো ব্যপারে যে মত দেন, সে মতটাই ঠিক মত। আধিকাংশ মুসলিম যে দিকে আছে, সেটাই মুসলিমদের মূল দল।

কোরআন শরিফে "অধিকাংশ মানুষের" কথা বলা হয়েছে। এবং আধিকাংশ মানুষই মুসলিম না। তাই কোরআন শরিফের কথা এই যুগেও সত্য, যেমন ঐ যুগেও ছিলো।

কিন্তু আধিকাংশ মুসলিম ঠিক। এবং আধিকাংশ মুসলিম যেহেতু এরপরও দুনিয়ার সব মানুষের মাঝে সংখ্যালঘু। তাই কোরআনের কথাও ঠিক।

আল্লাহ তায়ালা যেন আমাকে আধিকাংশ মুসলিমদের সাথে রাখেন, এবং যারা বলে "আধিকাংশের সাথে থাকলে পথ ভ্রষ্ট হতে হবে" তাদের কথা দ্বারা যেন আমাকে আর আমার সন্তানদেরকে পথভ্রষ্ট না করেন।

2-Oct-2015 10:06 pm

Published
2-Oct-2015