Post# 1367080919

27-Apr-2013 10:41 pm


চট্রগ্রামে যারা নিজেদের 'সুন্নি' পরিচয় দিয়ে হেফাজতে ইসলামের বিরোধিতা করছে, তাদের বাকি জগৎ 'বেরলভী' বলে ডাকে।

http://en.wikipedia.org/wiki/Barelvi

উপরের আর্টিকেলে এও বলা হয়েছে যে তারা নিজেরা নিজেদেরকে 'আহলে সুনত ওয়াল জামাত' নামে পরিচয় দেয়।

বেরেলভীদের ব্যপারে গত মাস পর্যন্ত একটা দ্বিধা ছিল। জানতাম তাদের অনেক আকিদা ভুল, কিন্তু তার পরও তাদের না-হক দল মনে করতাম না।

এর একটা কারন হয়তো এও হতে পারে যে আমার পরিচিতদের মাঝে একটা বড় বেরলভী গ্রুপ আছে এবং তারা অনেক ইবাদৎ গুজার। এত জিকির করনেওয়ালা নাহক হয় কিভাবে?

কিন্তু এখন যখন হক ও না-হক, স্পষ্ট দুই দলে ভাগ হয়ে যাচ্ছে তখন প্রশ্ন/সন্দেহের পরিমানটা কমে আসছে।

বেরলভীদের পর এখন শুধুমাত্র দুটো দলের ব্যপারে আমার মনে প্রশ্ন রয়ে গিয়েছে। এ দল দুটোর গন্তব্য কোন দিকে আমি জানি না। তাই দুই দলকেও এখনো হক মনে করছি। এক আহলে হাদিস। ও দুই, চরমোনাই।

--
মালা ছিড়ে গিয়েছে।
গুটি ঝড়ে পড়ছে।
আমি অপেক্ষায় আছি।
আল্লাহ যেন আমাকে পেছনে না ফেলে রাখেন।

27-Apr-2013 10:41 pm

Published
27-Apr-2013