Post# 1365528194

9-Apr-2013 11:23 pm


মুসাইব ইবনে সা'দ তার পিতা থেকে বর্ননা করেছেন,
আমরা জিজ্ঞাসা করলাম
"ইয়া রাসুলুল্লাহ!
মানুষের মধ্যে কার উপর সবচেয়ে প্রচন্ড বালা [মুসিবত] আসে?"

বললেন, ""নবীদের উপর,
এর পর উনাদের নিকটে যারা থাকে।
এর পর উনাদেরও নিকটে যারা থাকে।
কোন লোকের দ্বীনের হিসাব অনুযায়ী তার উপর বালা' অবতির্ন হয়।
তার দ্বীন যদি শক্ত হয়
তবে তার উপর প্রচন্ড বালা' অবতির্ন হয়।

আর তার দ্বীন যদি দুর্বল হয়
তবে দ্বীনের পরিমান মত তার উপর বালা অবতির্ন হয়।

কোন বান্দার উপর থেকে ওই পর্যন্ত বালা' সরে যাবে না
যতক্ষন না তাকে এই অবস্থায় ছেড়ে দেয়
যে সে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় হাটছে।"

তিরমিযি ২৩৯৮
http://sunnah.com/urn/677030

9-Apr-2013 11:23 pm

Published
9-Apr-2013