অবশেষে যখন [প্রচন্ড ভীড় ঠেলে হেফাজতে ইসলামের সম্মেলন থেকে] বের হলাম, আমি পকেট থেকে আমার ছোট মুসহাফটা (কুরআনের কপি) বের করলাম। আমার একটি বাতিক আছে। কোনো উল্লখযোগ্য ঘটনার সময় আমি র্যানডমলি কুরআনের পাতা খুলে দেখি আল্লাহ্ আমাকে কি বলেন। এবার পেলামঃ
"যারা অবিশ্বাস করে তাদের জন্য দুনিয়ার জীবনকে মোহময় করে দেয়া হয়েছে, আর তারা বিশ্বাসীদের নিয়ে উপহাস করে।
কিন্ত যারা আল্লাহ্কে ভয় করে তারা তো বিচার দিবসে থাকবে এই অবিশ্বাসীদের চেয়ে ওপরের স্তরে।
আর আল্লাহ্ কোনো হিসেবের তোয়াক্কা না করেই যাকে খুশি তার অনুগ্রহ দিয়ে থাকেন।
মানুষ ছিলো এক জাতি, অতঃপর নবীদের পাঠালেন সুসংবাদপ্রদানকারী এবং সতর্ককারীরূপে এবং তাদের সাথে অবতীর্ণ করালেন সত্য সম্বলিত কিতাব যা মীমাংসা করবে সেসবের যা নিয়ে মানুষ মতভেদ কর।
যাদের কাছে এই কিতাবকে সুস্পষ্ট প্রামাণ্য দিয়ে পাঠানো হয়েছে কেউই এর ব্যাপারে আপত্তি কেবল তারা ব্যতীত যারা ভেতরে ভেতরে ঈর্ষাপরায়ণ ছিলো।
অতঃপর ঈমান আনয়নকারীদের আল্লাহ্ স্বেচ্ছায় সত্য দিয়ে পথ দেখালেন সেসব মতভেদপূর্ণ বিষয়ে।
আল্লাহ্ তো যাকে খুশি সরল সত্য পথের দিকে নির্দেশনা দেন।
তোমরা কি ভেবে বসেছ যে তোমরা জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদেরকে মুখোমুখি হতে হয়নি সেসবের যা তোমাদের পূর্বসূরীদের ভোগ করতে হয়েছে?
প্রচন্ড সব কষ্ট ও দূর্ভোগ তাদের আঘাত হেনেচিলো যা তাদের কাঁপিয়ে দিয়েছিলো এতটাই যে রাসূল নিজে ও বিশ্বাসীরা পর্যন্ত বলতে আরম্ভ করেছিলো - কখন আসবে আল্লাহ্র সাহায্য?
আহা, আল্লাহ্র সাহায্য তো বরং নিকটেই!"
[সূরা বাক্বারাঃ ২১২-২১৪]
- Asif Shibgat Bhuiyan