আরবি একটা বই অনুবাদ করাতে হবে। ভাবলাম গুগুল ট্রান্সলেটের সাহায্য নিয়ে নিজে করি। কিন্তু রুট ওয়ার্ডগুলো ট্রান্সলেটরে নেই। অনলাইনে অন্যান্য আরবি ডিকশনারি দেখলাম। কাজের কিছু নেই।
ভাবলাম টাকা দিয়ে কাউকে দিয়ে করিয়ে নেয়া যায়। ইয়ং এক মুফতিকে অফার দিলাম, বললো "হাদিসের বই খুব সেন্সেটিভ জিনিষ", সে পারবে না তবে তার উস্তাদকে বললে উনি করে দিতে পারেন।
আমার ওস্তাদকে আমি ফোন দিলাম। বললো "মতিঝিলের অনুবাদ সেন্টার থেকে করিয়ে নাও"।
মতিঝিলে পথে পড়ে বাইতুল মুকাররম। থেমে লাইব্রেরি থেকে সবচেয়ে মোটা আরবি ডিকশনারিটা কিনে ফিরে এলাম।
এখন নিজে অনুবাদ করবো চিন্তের করছি। আরবি শেখা হবে।। ইনশাল্লাহ।