Post# 1351688573

31-Oct-2012 7:02 pm


ফেসবুকে অনেক সময় কোরআন শরিফের আয়াত এর কোটেশন দিয়ে কাউকে এমন বিষয়ে বলতে দেখি যা আমি যা জানি তার বিপরিত। কিন্তু অন্য আয়াত দিয়ে জবাব দিতে পারি না। শুধু ওই হাদিসটার কথা মনে করে যেখানে রাসুলুল্লাহ সা: দেখেছিলেন দুই জন সাহাবি কোন একটা বিষয় নিয়ে তর্ক করছে। এক জন তার যুক্তির পক্ষে কোরআন শরিফের কোন এক আয়াত বলছে। অপর জন অন্য একটি আয়াত তার যুক্তির পক্ষে বলছে। সেটা দেখে রাসুলুল্লাহ [উনার উপর সালাম] রেগেছিলেন এবং বলেছিলেন আগের উম্মত এ কারনে ধংশ হয়ে গিয়েছিল।

সে ক্ষেত্রে করনীয় কি? আমি যেটা করি সেটা হল, চুপ থাকি। নিজে আগে ধংশ থেকে বাচব।

31-Oct-2012 7:02 pm

Published
31-Oct-2012