কি করে বুঝবেন আপনি দেশের কোথায় আছেন
(১) দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় একজন এসে তাদের দেখে চলে গেলো।(আপনি বাংলাদেশের কোথাও নেই)
(২) দুইজন লোক মারামারি করছে, কেউ কারো সাথে কুলিয়ে উঠতে না পেরে মোবাইল ফোন বের করে বন্ধুদের আসতে বলছে, কিছুক্ষণ পর দেখা গেলো ৫০ জন মারামারি করছে। (আপনি অবশ্যই চট্টগ্রামে আছেন)
(৩) দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় আরেক জন এসে তাদের থামাতে চেষ্টা করলো। ওই দুইজন তখন এক জোট হয়ে তৃতীয় জনকে উত্তম মধ্যম দিলো (আপনি বরিশালে আছেন)
(৪) দুইজন লোক মারামারি করছে এবং একদল লোক জড়ো হয়ে দেখছে। হঠাৎ একজন একটি চায়ের দোকান খুলে বসলো। (আপনি নোয়াখালীতে আছেন)
(৫) দুইজন লোক মারামারি করছে এবং কয়েক জন এসে তর্কাতর্কি শুরু করলো কে সঠিক (আপনি খুলনায় আছেন)
(৬) দুইজন লোক মারামারি করছে তৃতীয় আরেক জন এসে ঐখানে দুই জন এর মাজার খুলে বসলো (আপনি সিলেটে আছেন)
(৭) দুইজন লোক মারামারি করছে, আরেক দল এসে ঝগড়া শুরু করলো। সব শেষে তারা সবাই বন্ধু হিসেবে বাড়ি ফিরলো! (আপনি ময়মনসিংহে আছেন)
(৮) দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় একজন বের হয়ে দুই জনকেই গুলি করে মেরে ফেললো! (আপনি ঢাকায় আছেন)