আমেরিকায় মৃত্যু দন্ড দেবার আগে কি কি খেতে চায় তার জেনে নিয়ে সব তাকে কিনে দেয়া হয়। বিভিন্ন জন বিভিন্ন জিনিষ খেতে চায়। তবে একটা আইটেম সবার মেনুতে কমন থাকে, অর্থাৎ সব সময় মানুষ মৃত্যুর আগে খেতে চায়, আর তা হল আইসক্রিম।
হাশরের মাঠে মানুষকে দেয়া প্রতিটি নিয়ামতের ব্যপারে হিসাব নেয়া হবে। প্রথম যে নিয়ামতের হিসাব নেয়া হবে তা হল শীতল পানি।
শীত কালে আইসক্রিম খাওয়া যায় না এটা ভুল কথা। গৃষ্মকালে বাংগালি যদি চা কফি খেতে পারে, তবে শীতকালে আইসক্রিম খাবে না কেন?
১৯০০ সালের আগে পৃথিবীতে কোন ফ্রিজ ছিল না। তাহলে মানুষ এর আগে গৃষ্মকালে বরফ তৈরি করতো কিভাবে?