ব্যবহারিক জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে হল স্টেটিসটিকস। প্রতিদিনের খবরের আর্টিকেলগুলো mean, median, maximum এসব তথ্যে ভরপুর। এটা শেয়ার বাজার থেকে আরম্ভ করে, অবহাওয়া, বাজার দর, অর্থনিতী, সোসিয়াল ট্রেন্ড সব জায়গায় এ সংখ্যাগুলো আসে। আমার ধারনা স্টেন্ডার্ড ডেভিয়েশন মানুষ বুঝবে না বলে খবরে ছাপানো হয় না, যদিও সে তথ্যটাও অনকে কিছু বলে।
অথচ বাচ্চাদের আমরা বছরের পর বছর হাই স্কুলে "কেলকুলাস" পড়াই যার প্রাত্যহিক জীবনে কোন প্রয়োগ নেই।