Post# 1349550831

7-Oct-2012 1:13 am


প্রথম আলোর আজকের খবর বাংলাদেশ নাকি ১১ তম সুখী দেশ। ভুয়া খবর। এটা Happy Planet Index. অর্থাৎ এই planet টা কে, কোন দেশ, সবচেয়ে কম দুষন দ্বারা happy রাখতে পারছে। স্বভাবতই সবচেয়ে অনুন্নত দেশগুলোর দুষন সবচেয়ে কম। তাই আমেরিকার অবস্থান নিচে, তাদের মটর গাড়ির দুষন বেশি। ভিয়েতনামের স্থান ইনডেক্সে উপরে, তারা গরুর গাড়ি চালায়।

"The Happy Planet Index is best conceived as a measure of the environmental efficiency of supporting well-being in a given country. Such efficiency could emerge in a country with a medium environmental impact (e.g. Costa Rica) and very high well-being, but it could also emerge in a country with only mediocre well-being, but very low environmental impact (e.g. Vietnam)." - Wikipedia.

7-Oct-2012 1:13 am

Published
7-Oct-2012