Post# 1346084925

27-Aug-2012 10:28 pm


আজ জানলাম: মক্কা টাওয়ার এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং, বুরুজ দুবাই শুধু এটা থেকে উচু। হাদিস জিবরিলের কথা মনে পড়ল: "...আমাকে কিয়ামতের একটি চিহ্ন বলুন... ...যখন তুমি দেখবে খালি পায়ের ক্ষুধার্ত রাখালরা উচু ভবন নির্মানে প্রতিযোগিতা করছে"।

জানালা দিয়ে তাকিয়ে দেখি খালি পায়ে এক শ্রমিক পাশের বাড়ির ছাদ ঢালাই করছে। ভয় পেলাম, সে পড়ে যাবে না তো? সে কি ক্ষুধার্ত? সে কি রাখাল পরিবারের? তবুও ভয়ের কিছু নেই। এই হাদিস বাংলাদেরশের ব্যপারে বলা হয়নি। বলা হয়েছে আরব দেশের ব্যপারে। আচ্ছা এই শ্রমিকরাই কি মধ্যপ্রাচ্যে গিয়ে ওই উচু দালানগুলো নির্মান করে?

27-Aug-2012 10:28 pm

Published
27-Aug-2012